সিংহবাহু। খ্ৰীষ্টপূর্ব ৬ষ্ঠ–৫ম শতাব্দীতে বঙ্গরাজ সিংহবাহু লাড়দেশে সীহপুর নামে এক নগরের পত্তন করেছিলেন বলে জানা যায়। এই লাড়দেশ সম্ভবত প্রাচীন লাঢ় বা রাঢ় জনপদ এবং সীহপুর বর্তমান হুগলী জেলার সিঙ্গুর। তাঁর পুত্র বিজয়সিংহ কোন কারণে পিতা কর্তৃক রাজ্য থেকে নির্বাসিত হয়ে সাত শত অনুচর সহ সমুদ্রপথে তম্বপন্নি দেশের (তাম্রাপণী বা বর্তমান শ্ৰীলঙ্কা) লঙ্কা নামক স্থানে গিয়ে এক রাজ্য ও রাজবংশ স্থাপন করেন। বিজয়সিংহ বাঙালী কাষ্ঠশিল্পীর নির্মিত পালতোলা জাহাজে চড়ে তাম্রপর্ণী দ্বীপে উপস্থিত হয়েছিলেন।
পূর্ববর্তী:
« সায়েস্তা খাঁ
« সায়েস্তা খাঁ
পরবর্তী:
সিকান্দার আবু জাফর »
সিকান্দার আবু জাফর »
Leave a Reply