সারদারঞ্জন রায় (১২-২-১২৬৫ — ১৫-৭-১৩৩২ ব. ) মসূয়া–ময়মনসিংহ। কালীনাথ (শ্যামসুন্দর মুন্সী নামে সমধিক পরিচিত)। ময়মনসিংহ জেলা স্কুল থেকে বৃত্তিসহ প্ৰবেশিকা পাশ করেন। বাল্যকাল থেকেই তিনি ক্রিকেট খেলা ও ব্যায়ামচৰ্চা করতেন। ঢাকা কলেজ থেকে বি.এ. পাশ করে কলিকাতার সংস্কৃত কলেজে এম-এ পড়তে থাকেন। কিন্তু গণিতে অসাধারণ দক্ষতার জন্য প্রেসিডেন্সী কলেজের গণিতের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রর মি. ন্যাস তাকে প্রেসিডেন্সী কলেজের ছাত্ররূপে এম.এ. পরীক্ষা দিতে বাধ্য করেন। আলিগড় এম.এ.-ও কলেজে গণিত-অধ্যাপক নিযুক্ত হন। পরে বহরমপুর, ঢাকা ও অন্য কয়েকটি কলেজে অধ্যাপনার পর ১৯০৯ খ্রী. কলিকাতা মেট্রোপলিটন (বর্তমান বিদ্যাসাগর) কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়ে আমৃত্যু ঐ পদে ছিলেন। ‘অ্যালজাবরা’, ‘জিওমেট্রি’, ‘ট্রিগোনমেট্রি’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা। এছাড়াও রঘু, ভট্টি, কুমার, শকুন্তলা, উত্তরচরিত, কিরাত, মুদ্রারাক্ষস, রত্নাবলী প্রভৃতি বহু প্রাচীন সংস্কৃত সাহিত্যের ব্যাখ্যা রচনা করেন। তাঁর রচিত পাণিনি ব্যাকরণের সম্পূর্ণ ইংরেজী সংস্করণ তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়। তিনি বিশ্বাস করতেন—শুধু পড়ার ক্লাশে মানুষ তৈরি হয় না, মানুষ তৈরির কাজ খেলার মাঠেও চলে। সাধারণের কাছে তিনি বাঙলার ক্রিকেটের জনকররূপে পরিচিত ছিলেন। তাঁর নিজস্ব খেলার সরঞ্জাম ও বইয়ের দোকান ছিল। প্ৰসিদ্ধ শিশু সাহিত্যিক উপেন্দ্ৰকিশোর তাঁর ভ্রাতা।
পূর্ববর্তী:
« সারদামণি শ্ৰীশ্ৰীমা
« সারদামণি শ্ৰীশ্ৰীমা
পরবর্তী:
সাহ্দ উদ্দীন »
সাহ্দ উদ্দীন »
Leave a Reply