সারদানন্দ মহারাজ, স্বামী (? — ১৮-৮-১৯২৭)। শ্ৰীরামকৃষ্ণদেবের অন্যতম প্রধান শিষ্য। ১৮৮৬ খ্ৰী সংসার ত্যাগ করেন। ১৮৯৬ খ্রী. স্বামী বিবেকানন্দের আহ্বানে লন্ডনে গিয়ে বেদান্ত প্রচার করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রেও বেদান্ত প্রচারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। স্বদেশে প্রত্যাবর্তন করে স্বামী বিবেকানন্দের সঙ্গে বেলুর মঠ ও শ্ৰীরামকৃষ্ণ মিশন স্থাপন করেন। আমৃত্যু এখানকার সম্পাদক ছিলেন। নিবেদিতা বালিকা বিদ্যালয়ের উন্নতিসাধনে তৎপর ছিলেন। তিনি মিশনের মুখপত্র ‘উদ্বোধন’ পত্রিকা সম্পাদনা করেন। রচিত গ্ৰন্থ: ‘শ্ৰীশ্ৰীরামকৃষ্ণলীলা প্রসঙ্গ’।
পূর্ববর্তী:
« সারদাচরণ মিত্র
« সারদাচরণ মিত্র
পরবর্তী:
সারদাপ্রসাদ চক্রবর্তী »
সারদাপ্রসাদ চক্রবর্তী »
Leave a Reply