সারদাচরণ মিত্র (১৭-১২-১৮৪৮ — ১৯১৭) সেহালা-হুগলী। প্ৰসিদ্ধ আইনজীবী, গ্ৰন্থকার ও বিদ্যানুরাগী। তিনি এন্ট্রান্স, এফ.এ. ও বিএ-প্রত্যেক পরীক্ষায় প্রথম ও এম.এ. পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেন। ১৮৭১ খ্রী. প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পান। এস্ট্রান্সে উত্তীর্ণ হয়ে ৫ বছরের মধ্যে তিনিই প্ৰথম এই পরীক্ষায় পাশ করেন। ১৮৭৩ খ্রী. ওকালতি পাশ করে কলিকাতা হাইকোর্টে আইন ব্যবসায়ে ব্ৰতী হন। ১৯০২–০৩ খ্রী. প্ৰথমে অস্থায়ী বিচারপতি ও পরে ১৯০৪ খ্রী. স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অবসর-গ্ৰহণ করলে স্থায়িভাবে ঐ পদে অধিষ্ঠিত হন। ১৯০৮ খ্রী. ঐ পদ ত্যাগ করে বাংলা সাহিত্যের সেবায় মনোনিবেশ করেন। বিদ্যাপতির পদাবলীর সটীক সংস্করণ প্ৰকাশ তাঁর অন্যতম কীর্তি। অপরদিকে কায়স্থ কারিক সঙ্কলন করেও সামাজিক সাহিত্যের পুষ্টিসাধন করেছেন। তিনি বঙ্গীয় কায়স্থ সমাজের উন্নতিকল্পে কায়স্থ পরিষদ এবং ভারতে একলিপি বিস্তারকল্পে ‘একলিপি প্রচার সমিতি’ প্রতিষ্ঠা করেন। কয়েকবার সাহিত্য-সভার ও বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনা : ‘উৎকলে শ্ৰীকৃষ্ণ চৈতন্য’, ‘ভারতরত্নমালা’, ‘টেগোর ল লেকচারস’, ‘ল্যান্ড ল অফ বেঙ্গল’ প্রভৃতি। তিনি কলিকাতায় আৰ্যবিদ্যালয় বা সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন (১৮৮৪)। ‘বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার’ (১৮৯০) কাজে তিনি মহেশ ন্যায়রত্বের সঙ্গে সহযোগিতা করেন। কলিকাতা কর্পোরেশনের কমিশনার (১৮৭৮–৮০), টেক্সট বুক সোসাইটির সভ্য (১৮৮৪ – ৯০), বিশ্ববিদ্যালয়ের ফেলো (১৮৮৫) ও ভারতধর্ম মহামণ্ডলের প্রধান সচিব ছিলেন।
পূর্ববর্তী:
« সারদাচরণ উকীল
« সারদাচরণ উকীল
পরবর্তী:
সারদানন্দ মহারাজ, স্বামী »
সারদানন্দ মহারাজ, স্বামী »
Leave a Reply