সায়েস্তা খাঁ (? — ১৬৬৪)। বাঙলার মোগল শাসনকর্তা। তাঁর রাজত্বকালেই বাঙলার তৎকালীন রাজধানী ঢাকায় ইংরেজগণ কুঠী স্থাপন করে বাণিজ্য প্রসারিত করে (১৬৬৮)। ঔরঙ্গজেবের নির্দেশে সায়েস্তা খাঁ। মহারাষ্ট্রবীর শিবাজীকে দমন করতে যান। প্ৰথমে জয়ী হলেও শিবাজীর এক অতর্কিত আক্রমণে তিনি নিহত হন। ঢাকার ছোট কাটারা ও সপ্তগম্বুজ মসজিদের তিনি প্রতিষ্ঠাতা।
পূর্ববর্তী:
« সাহ্দ উদ্দীন
« সাহ্দ উদ্দীন
পরবর্তী:
সিংহবাহু »
সিংহবাহু »
Leave a Reply