সামু ও জিতু ছোটকা (? — ১৪-১২-১৯৩২)। সামু ও জিতুর নেতৃত্বে দিনাজপুরের কয়েক শ সাঁওতাল বিদ্রোহী হয়ে আদিনা মসজিদ দখল করে স্বাধীনতা ঘোষণা করে। তাদের দমন করার জন্য জেলা ম্যাজিষ্ট্রেট ও পুলিস সুপারের অধীনে বিরাট পুলিসবাহিনী তাদের আক্রমণ করে। তীরন্ধনুক ও বন্দুকের অসমীযুদ্ধে চারজন বিদ্রোহী ও একজন পুলিস প্রাণ হারায়। দুইদিন পরে আরও দুইজন বিদ্রোহী মৃত্যুবরণ করে।
পূর্ববর্তী:
« সাবিত্রীপ্ৰসন্ন চট্টোপাধ্যায়
« সাবিত্রীপ্ৰসন্ন চট্টোপাধ্যায়
পরবর্তী:
সায়েদুল আরেফীন »
সায়েদুল আরেফীন »
Leave a Reply