সাবিত্রী রায় (২৮-৪-১৯১৮ — ৮-১২-১৯৮৫) বালুচরা, পালং–ফরিদপুর। ঢাকায় জন্ম। সমাজসেবী নলিনীরঞ্জন সেন। স্বামী স্বাধীনতা সংগ্ৰামী, অধ্যাপক শান্তিময় রায়। কথাশিল্পী। তাঁর লেখায় ব্যাপ্ত পটভূমিতে বৃহত্তর জনজীবনের কাহিনী তিনি ফুটিয়ে তুলেছেন। ১৯৩৮ খ্রী. বেথুন কলেজ থেকে বিএ ও পরে বিটিপাশ করেন। পূর্ববাংলার স্কুলে শিক্ষকতা করেছেন। তাঁর লেখিকা জীবনের শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে। প্রথম লেখা বেরোয় সাপ্তাহিক ‘অরণী’ পত্রিকায়। ‘সৃজন’ (১৯৪৬) তাঁর প্রথম উপন্যাস। যুদ্ধ, বিয়াল্লিশের বিদ্রোহ, দুৰ্ভিক্ষ, মহামারী, যুদ্ধোত্তর জাগরণের পটভূমিকায় লেখা তাঁর দ্বিতীয় উপন্যাস ‘ত্রিস্রোতা’ (১৯৫০)। হাজং ও তে-ভাগা আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে লিখেছে ‘পাকা ধানের গান’ (৩ খণ্ড)। বৃটিশ আমলে পূর্ববাংলার রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে কমিউনিস্ট আন্দোলন, গণনাট্য সঙ্ঘ প্রভৃতির কাহিনী বিবৃত হয়েছে তাঁর ‘মেঘনা-পদ্মা’ (অথবা ‘সমুদ্রের ঢেউ’) উপন্যাসের তিন পর্বে। অন্যান্য গ্ৰন্থ: ‘মালশ্রী’, ‘স্বরলিপি’ (উপন্যাস), ‘নতুন কিছু নয়’ (গল্প সংকলন), ‘হলদে ঝোরা’, ‘নীল চিঠির ঝাঁপি’ প্রভৃতি। তাঁর বালবিধবা পিতৃস্বসা অম্বিকা দেবী স্ত্রী-শিক্ষা প্রসারে ও সমাজ সংস্কারে সক্রিয় ছিলেন।
পূর্ববর্তী:
« সাবিত্রী দত্ত
« সাবিত্রী দত্ত
পরবর্তী:
সাবিত্রীপ্ৰসন্ন চট্টোপাধ্যায় »
সাবিত্রীপ্ৰসন্ন চট্টোপাধ্যায় »
Leave a Reply