সাবিত্রী দত্ত (১৯০৩ — ১৩-৫-১৯৭৯) বানারীপাড়া-বরিশাল। অশ্বিনীকুমার দত্তের ভ্রাতুষ্পপুত্ৰ বৌদ্ধ-ঐতিহাসিক ডঃ সুকুমার দত্তের সঙ্গে ১৩ বছর বয়সে তাঁর বিবাহ হয়। ঢাকার ইডেন হাইস্কুলের ছাত্রী সাবিত্রী কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেন। বরিশালের ব্ৰজমোহন কলেজে একমাত্র তাঁকে দিয়েই কো-এড়ুকেশন শুরু হয় (১৯২০)। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের জেনারেল স্কলারশিপ পেয়েও তা ত্যাগ করে অসহযোগ আন্দোলনে অংশ গ্ৰহণ করেন। বরিশালে স্ত্রীশিক্ষা-প্রসারে ‘সরস্বতী বিদ্যাপীঠ’ স্থাপনে তাঁর অবদান যথেষ্ট। পরে স্বামীর সঙ্গে দিল্লীতে যান। সেখানে ১৯৩১ খ্রী. দিল্লী বিশ্ববিদ্যালয়ের ইন্টারমিডিয়েট পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেন। ১৯৪৮ খ্রী. সুচেতা কৃপালনীর সঙ্গে উদ্বাস্তুদের পুনর্বাসনের কাজে সংযুক্ত হন। এ ছাড়া দিল্লীর নানা সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। পোশাক-পরিচ্ছদ রপ্তানি-সংস্থা ‘ত্রয়ী’র প্রথম ডাইরেক্টর তিনি। ভারতীয় পঞ্জিকার প্রথম ইংরেজী অনুবাদ তিনি করেছিলেন (১৯৭১ খ্ৰী আমেরিকায় প্ৰকাশিত)। স্বামীর গবেষণার কাজে সহায়তাকল্পে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভ্ৰমণ করেছেন। তিনি ‘অশোকের শিলালিপি’র বঙ্গানুবাদ করেন।
পূর্ববর্তী:
« সান্ত্বনা গুহ
« সান্ত্বনা গুহ
পরবর্তী:
সাবিত্রী রায় »
সাবিত্রী রায় »
Leave a Reply