সান্ত্বনা গুহ (৪-১২-১৯১০ — ১৯-১২-১৯৩৪) ধূপগুড়ি—আসাম। শান্তিনিকেতনে শিক্ষা। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ এই যুবকের মধ্যে ছাত্রাবস্থা থেকে সাহিত্য-প্ৰতিভার উন্মেষ দেখা যায়। রাজনীতিতেও সমান উৎসাহ ছিল। তাঁর রচিত রাজনীতি, অর্থনীতি ও জীবনী-বিষয়ক রচনাসমূহ ঐ সময়ের বিখ্যাত দৈনিকপত্ৰ ও সাময়িক পত্রিকায় প্ৰকাশিত হত। তাঁর ‘অগ্নিমন্ত্রে নারী’ ও অন্যান্য কয়েকটি গ্রন্থ সরকার বাজেয়াপ্ত করে। ১৯৩১ খ্রী. এপ্রিল মাসে তিনি কলিকাতায় গ্রেপ্তার হন। ১৯৩২ খ্ৰী. হিজলী বন্দী শিবিরে থাকা কালে ২১ দিন অনশন করেন। এই সময় তাকে রাজশাহী জেলে সরিয়ে আনা হয়। জেলের মধ্যে অত্যাচারের ফলে তিনি মারা যান।
পূর্ববর্তী:
« সাধনা সরকার
« সাধনা সরকার
পরবর্তী:
সাবিত্রী দত্ত »
সাবিত্রী দত্ত »
Leave a Reply