সাধনা সরকার (১৫-৮-১৯১৭ — ১৬-২-১৯৮১) ঢাকা। পিতা অনন্তকুমার সরকার পণ্ডিত ও সাধক প্রকৃতির ছিলেন। শিক্ষাব্ৰতী। ১৯৩৯ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে প্ৰথম স্থান অধিকার করে এম.এ. পাশ করেন। ১৯৫৭ খ্রী. এল-এল বি. পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬১ খ্রী. এশিয়ার প্রথম মহিলা এল-এল-এম রূপে বিশ্বখ্যাতি লাভ করেন। ১৯৪৫ খ্রী. লীগ অব নেশনস পরিচালিত কলিকাতার ডেসটিটিউট উইমেনস হোম-এর তত্ত্বাবধায়কের কার্যভার গ্ৰহণ করেন। দেশ বিভাগের পর নিখিল ভারত নারী সম্মেলনের অধীনস্থ দুটি হস্টেলের দায়িত্বে থাকেন। বয়স্কদের শিক্ষা প্রকল্পেও তিনি অংশ নেন। ১৯৪৮ খ্রী. সিটি কলেজের মহিলা বিভাগে অধ্যাপিকা ও সুপারিন্টেডেন্ট হিসাবে কাজে যোগ দিয়ে ১৯৭০ খ্ৰী. তার অধ্যক্ষা হন। ছাত্রী সমাজের জন্য ১৯৫৩ খ্রী. তিনি যে ছাত্রী নিবাস গড়ে তোলেন তা এখন সুপ্রতিষ্ঠিত। তাঁর অপর কীর্তি আমহার্স্টস্ট্রীটে অবস্থিত রাজা রামমোহন রায়ের বসতবাটি উদ্ধারের চেষ্টা। এজন্য তাঁর অক্লান্ত পরিশ্রম বিশেষ উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« সাধনা বসু
« সাধনা বসু
পরবর্তী:
সান্ত্বনা গুহ »
সান্ত্বনা গুহ »
Leave a Reply