সাধনা বসু (২০-৪-১৯১৪ — ৩-১০-১৯৭৩) কলিকাতা। সরল সেন। স্বামী চলচ্চিত্র শিল্পী ও নাট্যপ্রযোজক মধু বসু। ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্র তাঁর পিতামহ। ত্রিশ এবং চল্লিশ দশকের উজ্জ্বল ‘তারকা’, নৃত্যশিল্পী ও অভিনেত্রী। এম্পায়ার থিয়েটারে (বর্তমান রক্সি) ১৯২৮ খ্রী. মধু বসু প্রযোজিত একটি অনুষ্ঠানে তিনি প্রথম নৃত্য প্রদর্শন করেন। প্ৰথম অভিনয় নিউ এম্পায়ারে ১৯৩০ খ্রী. রবীন্দ্রনাথের দালিয়া গল্পের ‘তিন্নি’র ভূমিকায়। আলিবাবা নাটকে (১৯৩৪) ‘মর্জিনা’র ভূমিকায় নাচে-গানে এবং অভিনয়-নৈপুণ্যে তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন। এই নাটকে আবদুল্লার ভূমিকায় ছিলেন মধু বসু। এই খ্যাতি আরও বিস্তৃত হয়েছিল মধু বসু কৃত ‘আলিবাবা’ চলচ্চিত্রের (১৯৩৭) মাধ্যমে। মর্জিনার সেই ‘ছি ছি, এত্ত জঞ্জাল’ গানটি দীর্ঘদিন লোকের মুখে মুখে ফিরেছে। তাঁর অভিনীত অন্যান্য নাটকের মধ্যে উল্লেখযোগ্য : ‘বিদ্যুৎপর্ণা’, ‘রাজনটী’, ‘সাবিত্রী’, ‘রূপকথা’ ও ‘মন্দির’। এই সব কটি নাটক ক্যালকাটা অ্যামেচার প্লেয়ারস (সিএপি) সংস্থা প্ৰযোজনা করেন; পরিচালনা করেন মধু বসু। তাঁর দুই বোন বিনীতা নিলীনাও কলাবিদ্যায় নিপুণা ছিলেন। নামের আদ্য অক্ষর দিয়ে তারা তিন জনে ‘বি-সা-নি’ আখ্যায় পরিচিত ছিলেন। বহু হিন্দী ছবিতেও অভিনয় করেছেন। ‘রাজনৰ্তকী’র ইংরেজী চিত্ররূপ ‘দি কোর্ট ড্যানসার’ ছবিতেও তিনি মুখ্য ভূমিকায় রূপ দেন। শিল্প ও সংস্কৃতির প্রসারে ঐ বিষয়ে আগ্রহী অভিজাত পরিবারের মেয়েদের তিনি অনুপ্রাণিত করেছেন।
পূর্ববর্তী:
« সাদুল্লাহ্ বন্দেগী
« সাদুল্লাহ্ বন্দেগী
পরবর্তী:
সাধনা সরকার »
সাধনা সরকার »
Leave a Reply