সাগরলাল দত্ত (১৮২১ -– ১৮৮৬) চুঁচুড়া–হুগলী। মোহনচাঁদ। স্বগ্রামে শিক্ষাপ্ৰাপ্ত হয়ে কলিকাতায় ১৬/১৭ বছর বয়সে পিতারব্যবসায়ে সহকারী হন। বেশীদিন পিতারব্যবসায়ে না থেকে ‘কারলাইল নেফিউ’ নামে সাহেব কোম্পানীর অফিসে মুৎসুদ্দির কাজ করে পরে নীলের ব্যবসায় শুরু করেন। দুই বছর নীলের ব্যবসায় করে পরে অগ্রজের সঙ্গে পাটের কারবারে যোগ দেন। তাঁদের পাটব্যবসায়ই তখন সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হত। অত্যন্ত বাবু-প্রকৃতির লোক হয়েও তিনি সাহেবী পোশাক পরতেন না। স্বগ্রামে ঠাকুরবাড়ি ও অতিথিশালা, কামারহাটিতে হাসপাতাল ও উচ্চ ইংরেজী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং ঐ সব প্ৰতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের জন্য মৃত্যুকালে তের লক্ষাধিক টাকা মূল্যের সম্পত্তি দান করে যান। গঙ্গার নিকটে অবস্থিত কামারহাটি হাসপাতাল এখন তাঁরই নামাঙ্কিত।
পূর্ববর্তী:
« সাগর সেন
« সাগর সেন
পরবর্তী:
সাতকড়ি বন্দ্যোপাধ্যায় »
সাতকড়ি বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply