সৰ্বেশ্বর সার্বভৌম (১৮৬৬ — ১৯০০)। নবদ্বীপ। হরিনাথ তর্কসিদ্ধান্ত। পিতামহ গোলাকনাথ ন্যায়রত্বের প্রতিভা ও বাগ্মিতার অধিকারী সৰ্বেশ্বর পিতারগ্রন্থমুদ্রণ, ‘নবদ্বীপ বিদগ্ধজননী সভা’র সম্পাদকতা, সারমঞ্জরী গ্রন্থের সংস্করণ প্রভৃতি পণ্ডিতজনোচিত কাজে প্ৰভূত তৎপর ও উৎসাহী ছিলেন। তাঁর মৃত্যু বাঙলাদেশে নব্যন্যায়চর্চার ইতিহাসে সমাপ্তি এনেছে বলা যায়।
পূর্ববর্তী:
« সৰ্বেশ্বর সাঁতরা
« সৰ্বেশ্বর সাঁতরা
পরবর্তী:
হজরত এখলাছুর রহমান (রঃ) »
হজরত এখলাছুর রহমান (রঃ) »
Leave a Reply