সর্বানন্দ ন্যায়বাগীশ (১১৭৬ — ১২৮২ ব.) বিদ্যাবতীপুর-বর্ধমান। ধর্মদাস বিদ্যানিধি। শিক্ষা পিতার কাছে, নবদ্বীপে, মিথিলায় ও কাশীতে। মিথিলার পণ্ডিতসমাজের কাছ থেকে ‘ন্যায়বাগীশ’ উপাধি লাভ করেন। কাশীতে অধ্যয়নকালে পিতারমৃত্যুতে তাঁর মাতা সহমৃতা হওয়ার খবর পেয়ে স্বগ্রামে ফেরেন। কলিকাতার শোভাবাজারের রাজা স্যার রাধাকান্ত দেবের সভাপণ্ডিত-পদে নিযুক্ত ছিলেন এবং রাজার প্রতিষ্ঠিত চতুষ্পাঠিতে অধ্যাপনা করতেন। তাঁর অধ্যক্ষতায় এবং রাধাকান্ত দেবের অর্থানুকূল্যে ও পৃষ্ঠপোষকতায় সংস্কৃত অভিধান ‘শব্দকল্পদ্রুম’ সঙ্কলিত হয়। ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগরের ‘বিধবা বিবাহ’ আন্দোলনের প্রতিবাদে তিনি ‘বিধবা বিবাহ প্রতিবাদ’ পুস্তিকা রচনা করে রাধাকান্ত দেব কর্তৃক পুরস্কৃত হন। শোভাবাজার রাজবাড়ির বিচারসভায় শাস্ত্রীয় বিচারপ্রার্থী দ্রাবিড়ী ব্ৰাহ্মণ পণ্ডিতকে তিনি পরাজিত করেছিলেন।
পূর্ববর্তী:
« সরোজিনী নাইডু
« সরোজিনী নাইডু
পরবর্তী:
সহদেব চক্রবর্তী »
সহদেব চক্রবর্তী »
Leave a Reply