সরোজিনী নাইডু (১৩-২-১৮৭৯ — ১/২-৩-১৯৪৯) ডাঃ অঘোরনাথ চট্টোপাধ্যায়। পিতার কর্মক্ষেত্র হায়দ্রাবাদে জন্ম। আদি নিবাস ব্ৰাহ্মণগাঁ–ঢাকা। ১২ বছর বয়সে প্ৰবেশিকা পাশ করেন। এইসময় ইংরেজীতে ২ হাজার লাইনের একটি নাটিকা রচনা করে নিজাম বাহাদুরের কাছ থেকে বিদেশে শিক্ষার জন্য বার্ষিক ৩০০ পাউন্ড বৃত্তি পান। ১৮৯৫ খ্রী. ইংল্যান্ডে গিয়ে কিংস কলেজ ও পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গার্টন কলেজে পড়াশুনা করেন। সেপ্টেম্বর ১৮৯৮ খ্রী. স্বাস্থ্যের কারণে হায়দ্রাবাদে ফিরে আসেন এবং তিন মাস পরে ডাঃ মোতিয়ালা গোবিন্দ রাজুলু নাইড়ুকে বিবাহ করেন। অল্প বয়স থেকেই কবিতা রচনা করতেন। লন্ডনে থাকা কালে Edmund Goose EKR Asthar Symons এই দুই জন বিখ্যাত ইংরেজ সমালোচকের উৎসাহে তাঁর প্রতিভার বিশেষ স্ফুরণ ঘটে। ইংরেজী কবিতা রচনার জন্য ‘প্রাচ্যের নাইটিঙ্গেল’ নামে পরিচিত ছিলেন। তাঁর রচিত বিবাহের গান, ঘুমপাড়ানি গান, পাল্কিবেয়ারা ও ভিস্তিওয়ালার গান প্রভৃতি বিবিধ-বিষয়ক কবিতাবলী জনপ্রিয় ছিল। তিনি ছিলেন একাধারে কবি, রাজনীতিক ও বাগ্মী। ১৯১৫ খ্রী. সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন। ১৯১৯ খ্রী. ভারতীয় নারীর অধিকার সাব্যস্ত করবার জন্য ইংল্যান্ডে যান। ১৯২৫ খ্রী. নাগপুরে অনুষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভানেত্রী ছিলেন। ১৯২৮ খ্রী. আমেরিকার জনসাধারণকে ভারতের স্বাধীনতার তাৎপর্য বোঝাবার জন্য সেখানে যান। ১৯৩০ খ্রী. আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার হন। পরে মহাত্মা গান্ধীর সঙ্গে লবণ সত্যাগ্ৰহে যোগ দেন। ১৯৩১ খ্রী. গোল টেবিল বৈঠকে যোগদান করেন। স্বাধীনতার পর ১৯৪৭ খ্রী. উত্তরপ্রদেশের রাজ্যপাল হন এবং আমৃত্যু ঐ পদে নিযুক্ত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ: ‘Bird of Time’, ‘The Broken Wing’, ‘Golden Threshold’, ‘The Songes of Indiaʼ প্রভৃতি।
পূর্ববর্তী:
« সরোজিনী দেবী
« সরোজিনী দেবী
পরবর্তী:
সর্বানন্দ ন্যায়বাগীশ »
সর্বানন্দ ন্যায়বাগীশ »
Leave a Reply