সরোজিনী দেবী (১২৮৮ — ১৩৬৭ ব. ) উজিরপুর-বরিশাল। ষষ্ঠীচরণ মুখোপাধ্যায়। কনিষ্ঠ ভ্ৰাতা বিপ্লবী স্বামী প্ৰজ্ঞানানন্দের নিকট তিনি বাংলা, সংস্কৃত ও ইংরেজী অধ্যয়ন করে বিশেষ জ্ঞান অর্জন করেন। বাল্যবিধবা ছিলেন। ১৯১৯ খ্রী. সন্ন্যাসগ্রহণের পর তাঁর নাম হয় ‘ত্রিপুরাতীৰ্থ’; কিন্তু ‘মাতাজী’ নামেই বিখ্যাত হয়েছিলেন। ১৯০৫ আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁর রচিত বহু স্বদেশাত্মক গান আছে। চারণ-কবি মুকুন্দদাস প্রথম জীবনে তাঁর মন্ত্রশিষ্য ছিলেন।
পূর্ববর্তী:
« সরোজভূষণ দাস
« সরোজভূষণ দাস
পরবর্তী:
সরোজিনী নাইডু »
সরোজিনী নাইডু »
Leave a Reply