সরোজনলিনী দত্ত (৯-১০-১৮৮৭ — ১৯-১-১৯২৪) ব্যাণ্ডেল-হুগলী। ব্ৰজেন্দ্রনাথ দেব। স্বামী-ব্ৰতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয়। তিনি স্বগৃহে গৃহশিক্ষকের কাছে লেখাপড়া শিখে সুশিক্ষিত হন। খেলাধুলা, অশ্বারোহণ ও সঙ্গীতেও পারদর্শিনী ছিলেন। ১৯০৬ খ্রী. বিবাহ হয়। ভারতবর্ষে ‘ব্ৰতচারী সমিতি’ প্রতিষ্ঠায় তিনি স্বামীকে সাহায্য করেন। তাঁর বহুমুখী প্ৰতিভা ও জনকল্যাণকর কাজের জন্য সম্রাট পঞ্চম জর্জ ১৯১৮ খ্রী. তাঁকে এম.বি.ই. উপাধি দেন। ‘সরোজনলিনী মহিলা সমিতি ও শিক্ষামন্দির’ তাঁরই নামাঙ্কিত প্ৰতিষ্ঠান।
পূর্ববর্তী:
« সরোজকুমারী দেবী
« সরোজকুমারী দেবী
পরবর্তী:
সরোজভূষণ দাস »
সরোজভূষণ দাস »
Leave a Reply