সরোজ দত্ত (১৯১৫? — ৭-৮-১৯৭১) নড়াইল—যশোহর। হৃদয়কৃষ্ণ। ১৯৩০ খ্রী. নড়াইল ভিক্টেরিয়া স্কুল থেকে ম্যাট্রিক ও বিদ্যাসাগর কলেজ থেকে ১৯৩৬ খ্ৰী. বি.এ. পাশ করেন। ১৯৩৯ খ্রী. ইংরাজীতে এম.এ. পাশ করে কিছুদিন ‘যুগান্তর’ পত্রিকায় সহকারী-সম্পাদক ছিলেন। পরে ‘অমৃতবাজার পত্রিকা’য় সাংবাদিকতা করেন। ১৯৪৬ খ্ৰী. দাঙ্গার সময়ে বহু প্রেসকর্মী আসতে না পারায় প্ৰায় নিঃসঙ্গ অবস্থায় তিনি পত্রিকা বের করেছেন। উক্ত দুই পত্রিকায় থাকাকালীন সত্যেন্দ্রনাথ মজুমদার সম্পাদিত ১৯৪১ খ্ৰী. প্রতিষ্ঠিত ‘অরণি’ সাপ্তাহিক পত্রিকার সঙ্গে যুক্ত হন। ১৯৪৮ খ্ৰী. অমৃতবাজার পত্রিকার প্রেস কর্মীদের ধর্মঘটের সময় তাঁর চাকরি যায়। পরে কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘স্বাধীনতা’ পত্রিকার বহুদিন সহসম্পাদক ছিলেন। কবিতা, প্ৰবন্ধ প্রভৃতি লেখা ছাড়াও প্রচুর বই লিখেছেন ও অনুবাদ করেছেন। তার মধ্যে রম্যাঁ রলাঁর ‘I wiii not Rest’, টলস্টয়ের ‘Resurrection’, ‘Sebustopol’ ১ম, টুৰ্গেনিভের ছোট গল্প, পুস্কিনের ‘Spring Torrent’, গোর্কীর নানাকথা ও অন্যান্য প্ৰবন্ধ, চীনের লোকসঙ্গীত, মাও-সে-তুঙের ‘নিউডেমোক্রেসি’, শোলোকোভের ছোটগল্পের অনুবাদ উল্লেখযোগ্য। লুমুম্বার উপর লেখা তাঁর কবিতাটি বিখ্যাত হয়ে আছে। কিছুদিন গোলাম কুদ্দুসের সঙ্গে ‘পরিচয়’ পত্রিকার সহ-সম্পাদক ছিলেন। কলেজ-জীবন থেকেই বে-আইনী কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ ছিল ও পরে তাঁর সদস্য হন। ১৯৬৪ খ্ৰী. কমিউনিস্ট পার্ট দ্বিধাবিভক্ত হলে তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। কিছুদিন পরে চারু মজুমদার-পন্থী নক্সালবাড়ী আন্দোলনের সঙ্গে যুক্ত হন ও ১৯৬৮ খ্রী. থেকে আত্মগোপন করেন এবং ঐ সময় হাওড়ার এক বালিকা বিদ্যালয়ে চাকরি নেন। দক্ষিণ কলিকাতার এক অধ্যাপক বন্ধুর গৃহে থাকার সময় বন্ধু সহ ধৃত হন। কিছুদিন পরে শোনা যায় ময়দানে পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।
পূর্ববর্তী:
« সরোজ আচাৰ্য
« সরোজ আচাৰ্য
পরবর্তী:
সরোজ সেন »
সরোজ সেন »
Leave a Reply