সরোজকুমারী দেবী (৪-১১-১৮৭৫ — ১৯-২-১৯২৬)। ভাগলপুরে জন্ম। যশোহরের সাবজজ মথুরানাথ গুপ্ত। জ্যেষ্ঠভ্রাতা ‘ট্রিবিউন’, ‘প্ৰভাত’ প্রভৃতি পত্রিকার সম্পাদক নগেন্দ্রনাথ গুপ্ত। ১৮৮৬ খ্রী. কলিকাতা কলুটোলার যোগেন্দ্রনাথ সেনের সঙ্গে তাঁর বিবাহ হয়। সুলেখিকা ও কবি সরোজকুমারী ব্যবহারজীবী স্বামীর কর্মস্থল ওড়িশার সম্বলপুরে থাকাকালে সেখানের অনুন্নত শ্রেণীর বালকবালিকাদের জন্য বিদ্যালয় ও মহিলাদের শিক্ষার জন্য ব্যবস্থা গড়ে তোলেন। ১২৯৫ ব. থেকে তিনি ‘ভারতী’ ও ১২৯৭ ব. -থেকে ‘সাহিত্য’ পত্রিকায় লিখতে আরম্ভ করেন। রচিত কাব্যগ্রন্থ: ‘হাসি ও অশ্রু’, ‘শতদল’, ‘অশোকা’; গল্পগ্রন্থ: ‘কাহিনী’, ‘অদৃষ্টলিপি’, ‘ফুলদানি’ প্রভৃতি। তাঁর ‘অন্ধের দিব্যদৃষ্টি’ গল্পটি কুন্তলীন পুরস্কার পেয়েছিল।
পূর্ববর্তী:
« সরোজকুমার রায়চৌধুরী
« সরোজকুমার রায়চৌধুরী
পরবর্তী:
সরোজনলিনী দত্ত »
সরোজনলিনী দত্ত »
Leave a Reply