সরোজকুমার রায়চৌধুরী (১৯০৩ –- ২৯-৩-১৯৭২) মালিহাটি-মুর্শিদাবাদ। বহরমপুর কলেজে বিএ পড়ার সময় সুভাষচন্দ্র ও কিরণশঙ্কর রায়ের সংস্পর্শে এসে স্বাদেশিকতায় উদ্ধৃদ্ধ হন। পরে কলিকাতার জাতীয় বিদ্যাপীঠ থেকে ইংরেজীতে অনার্স সহ বি.এ. পাশ করেন। ‘কল্লোল যুগে’র এই লেখকের সাহিত্য জীবনের সূত্রপাত ‘বৈকালী’তে। অধুনালুপ্ত ‘কৃষক’ ও ‘নবশক্তি’ দৈনিক পত্রিকায় কাজ করার পর ‘আনন্দবাজার পত্রিকা’য় যোগ দেন এবং ১০ বছর পর অবসর নেন। এই সময়ে ‘বর্তমান’ নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন। মৃত্যুর কিছুদিন আগে ‘অনুক্ত’ নামে একটি ত্রৈমাসিকে আত্মজীবনী প্ৰকাশ শুরু করেছিলেন। সাংবাদিকতা বা গুরুগম্ভীর প্রবন্ধ রচনায় সিদ্ধহস্ত হলেও বাঙালী পাঠক সমাজে তিনি ঔপন্যাসিকররূপেই পরিচিত ও শ্রদ্ধেয়। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস : ‘নতুন ফসল’, ‘কালো ঘোড়া’, ‘শতাব্দীর অভিশাপ’, ‘অনুষ্টুপ ছন্দ’, ‘গৃহকপোতী’, ‘হংসবলাকা’ প্রভৃতি। তাঁর কয়েকটি উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে।
পূর্ববর্তী:
« সরোজকুমার দাস
« সরোজকুমার দাস
পরবর্তী:
সরোজকুমারী দেবী »
সরোজকুমারী দেবী »
Leave a Reply