সরোজকুমার দাস (১৮৯৫ — ২-৩-১৯৭৮)। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক। ম্যাট্রিক ও আইএ পরীক্ষায় প্রথম শ্রেণীর বৃত্তি পান। এই দুই পরীক্ষায় তাঁরই সঙ্গে পরীক্ষা দিয়ে তাঁর স্ত্রী তটিনী (পরবর্তী কালে বেথুন কলেজের অধ্যক্ষা) দ্বিতীয় ও প্রথম হন। বি.এ. পরীক্ষায় দর্শনশাস্ত্ৰে অনার্সে ও এম.এ. পরীক্ষায় দর্শনশাস্ত্রে সর্বোচ্চ স্থান অধিকার করেন। প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি পান। পরে বিখ্যাত ইংরেজ দার্শনিক ব্ৰাডলীর দর্শনের উপর গবেষণা করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ-ডি উপাধি লাভ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্রের অধ্যাপক ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্ৰহণ করে বিহার বিশ্ববিদ্যালয় ও রাচি বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের অধ্যাপনা করেন। তাঁর প্রদত্ত শ্ৰীগোপাল বসু মল্লিক বক্তৃতামালা ‘A Study of the Vedanta’ নামে গ্ৰন্থাকারে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের আহ্বানে বিশ্বভারতীতে অবৈতনিক অধ্যাপক হিসাবে কয়েক বছর কাজ করেন। এক সময় তিনি সাধারণ ব্ৰাহ্মসমাজ গ্রন্থাগারের সম্পাদক ছিলেন। রবীন্দ্ৰকাব্য ও রবীন্দ্রসঙ্গীতের মর্মজ্ঞ ব্যক্তি ছিলেন।
পূর্ববর্তী:
« সরোজকান্তি গুহ
« সরোজকান্তি গুহ
পরবর্তী:
সরোজকুমার রায়চৌধুরী »
সরোজকুমার রায়চৌধুরী »
Leave a Reply