সরোজকান্তি গুহ (? — ৯-১০-১৯৮৫) স্বাধীনতা সংগ্রামী। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে ও জালালাবাদ যুদ্ধে তিনি অংশগ্ৰণ করেন (১৯৩০)। পলাতক অবস্থায় ঢাকার ম্যাজিষ্ট্রেট ড়ুর্নোকে গুলি করে হত্যার দায়িত্বে ছিলেন। দ্বিতীয় অস্ত্রাগার মামলায় অভিযুক্ত হয়ে আন্দামানে নির্বাসিত হন। ১৯৪৬ খ্রী. মুক্তি লাভের পর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« সরোজআভা দাসচৌধুরী, নাগ
« সরোজআভা দাসচৌধুরী, নাগ
পরবর্তী:
সরোজকুমার দাস »
সরোজকুমার দাস »
Leave a Reply