সরোজ আচাৰ্য (১১-৫-১৯০৭ — ১৯-১০-১৯৬৮) কুষ্টিয়া। দক্ষিণারঞ্জন। ১৯২৩ খ্ৰী. কুষ্টিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে সেন্ট পলস এবং কৃষ্ণনগর কলেজে পড়াশুনা করেন। ইংরেজীতে অনার্সসহ বি.এ. পাশ করে লিভিংস্টোন মেমোরিয়াল ও মোহিনীমোহন পুরস্কার পান। তরুণ বয়স থেকেই রাজনীতিতে আকৃষ্ট হন এবং রুশ বিপ্লবের প্রতি তাঁর শ্রদ্ধা জাগে। ১৯৩০ খ্রী. চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের পর ব্রিটিশ সরকার তাকে দুইটি বিভিন্ন ধারায় গ্রেপ্তার করে বকসা ও দেউলি শিবিরে রাখে। বন্দী জীবনেই তিনি ইংরেজী ভাষায় এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে উত্তীর্ণ হন। জেল থেকে মুক্তি পেয়ে কিছুকাল অধ্যাপনা করেন। ১৯৪৩ খ্রী. সহ-সম্পাদকরূপে ‘Hindusthan Standard’ পত্রিকায় যোগ দেন ও পরে আনন্দবাজার পত্রিকার যুগ্ম-সম্পাদক হন। ইংরেজী ও বাংলা দুই ভাষাতেই তাঁর অসামান্য দখল ছিল, বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক প্ৰবন্ধ রচনায়। মাক্সীয় দর্শনেও অগাধ পণ্ডিত্য ছিল। ‘দেশ’ পত্রিকার বৈদেশিকী বিভাগের রচনা তিনিই লিখতেন। ভারতের কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক নেতা ছিলেন। রচিত গ্ৰন্থ : ‘নব্য রাশিয়া’, ‘মাষ্ট্ৰীয় দর্শন’, ‘মার্ক্সীয় যুক্তি বিজ্ঞান’, ‘বই পড়া’ প্রভৃতি। সম্পাদিত গ্রন্থ: ‘Molotove’s Third Five year plan’, ‘Great Rebels’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« সরাসীবালা দাস
« সরাসীবালা দাস
পরবর্তী:
সরোজ দত্ত »
সরোজ দত্ত »
Leave a Reply