সরসীলাল সরকার, ডাঃ (১৮৭৪ –- ১৯৪৪/৪৫) কাঁঠালপোতা-নদীয়া। প্ৰসিদ্ধ ব্যবহারজীবী কিশোরীলাল। আদি নিবাস ভড়রাসদিয়া-ফরিদপুর। খ্যাতনামা মনোবিকলন তত্ত্ববিদ ও চিকিৎসক। ১৮৯৪ খ্রী. রসায়ন শাস্ত্রে এম.এ. পাশ করেন। কেবল চিকিৎসাবিদ্যায়ই নয়, গণিত শাস্ত্র, রসায়ন শাস্ত্র ও মনস্তত্ত্ব সম্বন্ধেও তাঁর পাণ্ডিত্যপূর্ণ গবেষণার জন্য বিদ্বৎ সমাজে সুপরিচিত ছিলেন। প্ৰসিদ্ধ মনোবিকলনতত্ত্ববিদ অধ্যাপক ফ্রয়েড পত্রালাপের মাধ্যমে তাকে ছাত্ররূপে গ্ৰহণ করেন। সাহিত্যিকা সরলাবালা সরকার তাঁর ভগিনী।
পূর্ববর্তী:
« সরসীকুমার সরস্বতী
« সরসীকুমার সরস্বতী
পরবর্তী:
সরাসীবালা দাস »
সরাসীবালা দাস »
Leave a Reply