সরসীকুমার সরস্বতী (১৯০৬ — ২২-৯-১৯৮০) রাজশাহী। সতীশচন্দ্ৰ লাহিড়ী। সরস্বতী। পৈতৃক উপাধি। প্ৰসিদ্ধ শিল্প-ঐতিহাসিক। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে Ancient Indian History and Culture বিষয়ে এম.এ. পাশ করে রাজশাহীর বরেন্দ্র রিসার্চ সোসাইটির সংগ্রহশালার কিউরেটর পদে নিযুক্ত হন। পরে এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগারিক (১৯৪৫–৫০), কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রিডার ও আর্কিটেকচার বিভাগের প্রফেসর ছিলেন। ১৯৭২ খ্রী. বেনারস হিন্দু ইউনিভার্সিটির আর্ট অ্যান্ড আর্কিটেকচার বিভাগের প্রফেসর থাকাকালে অবসর গ্ৰহণ করেন। ১৯৬৭ খ্রী. রকফেলার ফাউন্ডেশনের আমন্ত্রণে আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন। ১৯৬৯ খ্ৰী. সমরখন্দে Timurite Art সম্বন্ধে অনুষ্ঠিত অধিবেশনে ভারতীয় প্ৰতিনিধি দলের প্রধান ছিলেন। ১৯৭৫–৭৬ খ্রী. এশিয়াটিক সোসাইটির সভাপতি নির্বাচিত হন। উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘Glimpses of Mughal Architecture’, ‘A Survey of Indian Sculpture’, ‘Indian Textile’, ‘Indian Art at the Crossroads’, ‘Architecture of Bengal’ (Vol I), ‘Tantrajan art: An Aibrum’, ‘পালযুগের চিত্রকলা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« সরসী মৈত্ৰ
« সরসী মৈত্ৰ
পরবর্তী:
সরসীলাল সরকার, ডাঃ »
সরসীলাল সরকার, ডাঃ »
Leave a Reply