সরলাবালা সরকার (১০-১২-১৮৭৫ — ১-১২-১৯৬১) কাঁঠালপোতা— নদীয়া। হাইকোর্টের খ্যাতনামা ব্যবহারজীবী কিশোরীলাল সরকার। স্বামী শরৎচন্দ্র সরকার। পিতামহী ছিলেন বাংলায় প্রথম আত্মজীবনী ‘আমার জীবন’ গ্রন্থের লেখিকা রাসসুন্দরী দেবী। অমৃতবাজার পত্রিকা গোষ্ঠীর শিশিরকুমার, হেমন্তকুমার ও মতিলাল ঘোষ তাঁর মাতুল। অল্পবয়স থেকেই তিনি সাহিত্যচর্চা করতেন। তাঁর রচিত প্ৰথম কবিতা ১২৯৭ ব. ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়। ১৩০৫ ব. স্বামীর মৃত্যুর পর সাহিত্যচর্চায় অধিক মনোনিবেশ করেন। ‘সাহিত্য’, ‘প্ৰদীপ’, ‘উৎসাহ’, ‘জাহ্নবী’, ‘উদ্বোধন’, ‘অন্তঃপুর’, ‘সুপ্ৰভাত’, ‘প্রবাসী’, ‘ভারতবর্ষ’ প্রভৃতি পত্রিকায় নিয়মিত কবিতা, প্ৰবন্ধ ও গল্প লিখতেন। ১৩০৯ ব. ‘স্মৃতিচিহ্ন’ গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পান। কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৯৫৩ খ্রী.। তিনি ‘গিরিশচন্দ্র ঘোষ লেকচারার’ নিযুক্ত হন। ভারতীয় মহিলাদের মধ্যে এই সম্মান তিনিই প্ৰথম লাভ করেন। স্বদেশী আন্দোলনের সময় তিনি কর্মীদের অন্যতম নেপথ্য-প্রেরণাদাত্রী ছিলেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘অর্ঘ্য’, ‘নিবেদিতা’, ‘স্বামী বিবেকানন্দ ও শ্ৰীরামকৃষ্ণ সঙ্ঘ’, ‘সাহিত্য জিজ্ঞাসা’, ‘পিনকুর ডায়েরী’, ‘প্রবাহ’, ‘মনুষ্যত্বের সাধনা’, ‘চিত্ৰপট’ প্রভৃতি। ‘হারানো অতীত’ তাঁর আত্মজীবনীমূলক রচনা।
পূর্ববর্তী:
« সরলাবালা দেব
« সরলাবালা দেব
পরবর্তী:
সরসী মৈত্ৰ »
সরসী মৈত্ৰ »
Leave a Reply