সরলাবালা দেব (১৮৯২ — ২৬-১০-১৯৮০) রায়গড়—শ্ৰীহট্ট। জগৎ চৌধুরী। আসামের শিলচরে জন্ম। ১৭ বছর বয়সে এক কন্যা নিয়ে বিধবা হন। শ্ৰীহট্টের মহিলা আন্দোলন ও নারী-জাগরণে তিনি প্রাণসঞ্চার করেছিলেন। ১৯২৬ খ্রী. শ্ৰীহট্টে প্রতিষ্ঠিত নারী-শিল্পভবনে যোগদান করেন। ১৯৩০ খ্রী. শ্ৰীহট্ট শহরে ‘মহিলা সঙ্ঘ’-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। ১৯৩২ খ্রী. আইন অমান্য আন্দোলনকালে ও ১৯৪১ খ্রী. ব্যক্তিগত সত্যাগ্রহে যোগদান করে কারারুদ্ধ হন। ১৯৪২ খ্রী. ‘ভারত-ছাড়’ আন্দোলনে তিনি শ্ৰীহট্ট জেলা কংগ্রেসের ডিক্টেটর নির্বাচিত হয়েছিলেন। বঙ্গীয় প্ৰাদেশিক রাষ্ট্ৰীয় সমিতির সদস্য, সুরমা ভ্যালি ফরওয়ার্ড ব্লকের সভানেত্রী এবং স্বাধীনোত্তর যুগে ১৯৫২ খ্রী. থেকে কয়েক বছর লোক সভার সদস্য ছিলেন। শ্রমিক আন্দোলনের সঙ্গেও তাঁর যোগ ছিল।
পূর্ববর্তী:
« সরলাবালা দাসী
« সরলাবালা দাসী
পরবর্তী:
সরলাবালা সরকার »
সরলাবালা সরকার »
Leave a Reply