সরযুবালা সেন ১ (১৮৮৯ — ১৯৪৯)। সুবিখ্যাত দার্শনিক পণ্ডিত পিতা ব্ৰজেন্দ্ৰনাথ শীলের শিক্ষা ও আদর্শে তাঁর জীবন গড়ে ওঠে। ১৯০৫ খ্রী. এন্ট্রান্স এবং ১৯০৯ খ্রী. এফ.এ. পাশ করেন। বিলাতে গিয়ে Froebel Institution থেকে শিক্ষালাভ করে (১৯১২–১৩) দেশে ফেরেন। ১৯১৫ খ্রী. দেশবন্ধুর ভ্রাতা বসন্তরঞ্জনের সঙ্গে তাঁর বিবাহ হয়। স্বামীর মৃত্যুর পর দেশবন্ধুর ভগ্নীপতি বিপত্নীক শরৎচন্দ্ৰ সেনকে বিবাহ করেন। সাহিত্যানুরাগিণী ছিলেন। তাঁর রচিত গ্ৰন্থ: ‘বসন্ত-প্ৰয়াণ’, ‘দেবোত্তর’, ‘ত্ৰিবেণী-সঙ্গম’, ‘অন্নপূর্ণা’ (একাঙ্কনাটিকা), ‘বিশ্বনাথ’ প্রভৃতি।
সরযুবালা সেন ২ (১৮৮৯ — ?) মূলচর—ঢাকা। শ্যামাচরণ। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনের প্রভাবে দেশসেবায় উদ্ধৃদ্ধ হন। খদ্দর প্রচারের উদ্দেশ্যে তিনি ঢাকা ‘গেণ্ডারিয়া শিল্পাত্রম’-এ বয়নকার্য শেখেন। ১৯৩০ ও ১৯৩২ খ্রী. ষ্টাব্দের আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ করেন। বিক্রমপুরে ‘নশঙ্কর মহিলা শিবির’ থেকে তাঁর পরিচালনায় আন্দোলন ও কোর্ট পিকেটিং-এর ফলে কিছুদিনের জন্য কয়েকটি কোর্ট ও মদ-গাঁজার দোকান বন্ধ থাকে। ১৯৩২ খ্রী. তাঁর ও তাঁর সহকর্মী মহিলাদের বিশেষ চেষ্টায় পুলিসের সর্তক দৃষ্টি এড়িয়ে ‘বিক্রমপুর রাষ্ট্ৰীয় মহিলা সম্মেলনে’র প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৯৩৩ খ্রী. কলিকাতায় নেলী সেনগুপ্তার সভানেতৃত্বে অনুষ্ঠিত বে-আইনী কংগ্রেসের অধিবেশনে তিনি ঢাকা কংগ্রেসের প্রতিনিধিরূপে যোগ দিয়ে গ্রেপ্তার হন। মুক্তির পর পুনরায় আইন অমান্য করে বহরমপুর জেলে বন্দী থাকেন। মুক্তিলাভের পর ‘ঢাকা কল্যাণ কুটিরে’ গঠনমূলক বিবিধ কাজে আত্মনিয়োগ করেন।
পূর্ববর্তী:
« সরমা গুপ্ত
« সরমা গুপ্ত
পরবর্তী:
সরযুবালা সেনগুপ্ত »
সরযুবালা সেনগুপ্ত »
Leave a Reply