সরমা গুপ্ত (১৮৮২ — ১৯৫০) ঢাকা। গিরীশচন্দ্ৰ সেন। অল্প বয়সে বিধবা হয়ে পিতৃগৃহে ফেরেন। ১৯২১ খ্ৰী. গান্ধীজীর ভাবধারায় উদ্ধৃদ্ধ হন। ১৯২৪ খ্রী.। তিনি আশালতা সেনের সঙ্গে ঢাকায় ‘গেণ্ডারিয়া মহিলা সমিতি’ এবং গেণ্ডারিয়ার দুই মাইল দূরে একটি নিরক্ষর ও নমশুদ্রপ্রধান গ্রামে ‘জুড়ান শিক্ষামন্দির’ (১৯২৯) স্থাপন করেন। তাঁর মৃত্যুর পর তাঁর নামে বিদ্যালয়টির নামকরণ হয়। ‘সত্যাগ্ৰহী সেবিকা-দল’-এর কমিরূপে তিনি নোয়াখালী, ঢাকা প্রভৃতি জেলায় লবণ আইন অমান্য আন্দোলন পরিচালনা করেন। ১৯৩২ খ্রী. আন্দোলন পরিচালনা করে তিনি কারারুদ্ধ হন। মুক্তি লাভের পর কারারুদ্ধ মহিলাদের খোজখবর নেওয়া, মুক্তিপ্রাপ্তদের নিজ নিজ কর্মকেন্দ্ৰে পাঠিয়ে দেওয়া ও বিভিন্ন বে-আইনী প্রচারপত্র সাইক্লোস্টাইল করে মহিলাদের দ্বারা বিলি করার দায়িত্ব ছিল তাঁর। তিনি ঢাকা ও ঢাকার বাইরে বহু দেশসেবকেরই ‘বড়দি; ছিলেন।
পূর্ববর্তী:
« সমীর বিশ্বাস, ডাঃ
« সমীর বিশ্বাস, ডাঃ
পরবর্তী:
সরযুবালা সেন »
সরযুবালা সেন »
Leave a Reply