সমশের গাজী (? — ১৭৬৮) ১৭৬৭ খ্রী. ত্রিপুরা জেলার রোশনাবাদ পরগনার কৃষক বিদ্রোহের নায়ক। প্রথম জীবনে এক জমিদারের ক্রীতদাস ছিলেন। অসমসাহসী ও বলিষ্ঠ যুবক সমশের বিদ্রোহী কৃষকদের সঙ্ঘবদ্ধ করে ত্রিপুরার প্রাচীন রাজধানী উদয়পুর দখল করেন এবং সেখানে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে বিনামূল্যে সমস্ত কৃষকদের মধ্যে জমিবণ্টন ও কর-মকুফ, জলাশয় খনন প্রভৃতি জনহিতকর কাজ করেছিলেন। বাঙলার নবাব মীরকাশিম ইংরেজ সৈন্যের সহায়তায় সমশেরের বাহিনীকে পরাজিত করেন। তিনি ধূত হয়ে মুর্শিদাবাদের কারাগারে আবদ্ধ হন। পরে নবাবের হুকুমে তাকে তোপের মুখে বেঁধে হত্যা করা হয়।
পূর্ববর্তী:
« সমরেশ মজুমদার
« সমরেশ মজুমদার
পরবর্তী:
সমির উদ্দীন নকশাবন্দী »
সমির উদ্দীন নকশাবন্দী »
Leave a Reply