সন্ধ্যাকর নন্দী (১২শ/১৩শ)। পুণ্ড্রবর্ধনপুর। পিতা–করণকুলের শ্রেষ্ঠ ও পালরাষ্ট্রের সন্ধিবিগ্রহিক প্ৰজাপতি। সন্ধ্যাকর পালবংশের রাজত্বকালের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাঁর রচিত ‘রামচরিত’ কাব্যে একপক্ষে দশরথপুত্ৰ রামচন্দ্রের ও অন্যপক্ষে পালরাজ রামপাল ও তাঁর উত্তরাধিকারীদের চরিতকথা ও ইতিবৃত্ত বৰ্ণিত হয়েছে। কৈবর্ত বিদ্রোহ এবং দ্বিতীয় মহীপালের হত্যা থেকে মদনপালের রাজত্ব পর্যন্ত সমস্ত ইতিহাসের বর্ণনা দেখে অনুমান করা যায়, মদনপালের রাজত্বকালের মধ্যেই এই গ্ৰন্থ-রচনা সমাপ্ত হয়। গ্রন্থটি সুপ্ৰসিদ্ধ রাঘব. পাণ্ডবীয়-কাব্যের ধারার অনুকরণে রচিত এবং শ্লেষচাতুৰ্যপূৰ্ণ ২২০ টি আর্যশ্লোকে সম্পূর্ণ।
পূর্ববর্তী:
« সন্দীপন চট্টোপাধ্যায়
« সন্দীপন চট্টোপাধ্যায়
পরবর্তী:
সন্মথ দত্ত, ডাঃ »
সন্মথ দত্ত, ডাঃ »
Leave a Reply