সন্তোষ সেনগুপ্ত (১৯০৯ — ২০-৬-১৯৮৪) বিক্রমপুর-ঢাকা। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতির শিল্পী। প্রথম শিক্ষা বহরমপুরের মঞ্জু সাহেবের কাছে ঠুংরি গানে। পরবর্তীকালে নজরুল ইসলাম, হিমাংশু দত্ত, কমল দাশগুপ্ত প্রভৃতি অনেক বিশিষ্ট সঙ্গীতজ্ঞের কাছে শিক্ষা গ্ৰহণ করেন। স্কটিশচার্চ কলেজ থেকে স্নাতক হন। আকাশবাণীর রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসরে কিছুকাল গান শিখিয়েছিলেন। এইচ. এম. ভি. এবং কলোম্বিয়া রেকর্ড কোম্পানীর প্রযোজক হিসাবে কাজ করেছেন। তাঁর পরিচালনায় গ্রামোফোন ডিস্কে প্রকাশিত ‘চিত্রাঙ্গদা’, ‘চণ্ডালিকে’, ‘শাপমোচন’, ‘শ্যামা’, ও ‘বাল্মীকী প্রতিভা’ রবীন্দ্র-নৃত্যনাট্য বিশেষ উল্লেখযোগ্য। দেবকী বসু পরিচালিত ‘চিরকুমার সভা’ ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন। তাঁর প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড ‘কেন বাজাও কাঁকন’ খুবই জনপ্রিয় হয়েছিল। তাঁর আধুনিক গানের রেকর্ডের মধ্যে ‘জীবনে যারে তুমি দাও নি মালা’ এবং অতুলপ্ৰসাদের ‘আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার’ উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« সন্তোষ সিংহ
« সন্তোষ সিংহ
পরবর্তী:
সন্তোষকুমার ঘোষ »
সন্তোষকুমার ঘোষ »
Leave a Reply