সন্তোষ সিংহ (১৮৯৯ — ৫-১২-১৯৮২) মঞ্চ ও চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও নাট্যশিক্ষক। অপরেশ মুখোপাধ্যায়ের কাছে নাট্যশিক্ষা। ১৯২৫ খ্রী. ‘কৰ্ণার্জুনে’ অভিনয় করে খ্যাতিলাভ করেন। প্রথম মঞ্চাভিনয় কৃষ্ণসুদামা নাটকে সুদামা চরিত্রে। শিশির ভাদুড়ী, অহীন্দ্র চৌধুরী, যোগেশ চৌধুরী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, তারাসুন্দরী প্রভৃতি খ্যাতনামা শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন। ১৯৫৬–৬৬ খ্রী. রবীন্দ্ৰভারতীর শিক্ষক ছিলেন।
পূর্ববর্তী:
« সন্তোষ ভট্টাচাৰ্য, অধ্যাপক
« সন্তোষ ভট্টাচাৰ্য, অধ্যাপক
পরবর্তী:
সন্তোষ সেনগুপ্ত »
সন্তোষ সেনগুপ্ত »
Leave a Reply