সন্তোষচন্দ্র মজুমদার (২১-২-১৮৮৪ — ৩-১১-১৯২৬)। পিতা শ্ৰীশচন্দ্র রবীন্দ্রনাথের সুহৃদ ছিলেন। শান্তিনিকেতন ব্ৰহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রায় সূচনাকালের ছাত্র। রবীন্দ্রনাথের জ্যেষ্ঠপুত্র রথীন্দ্রনাথ এবং তিনি ১৯০৪ খ্রী. এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কৃষিবিদ্যা শিক্ষার উদ্দেশ্যে একত্রে ১৯০৬ খ্ৰী. আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। কৃষি ও গোপালন বিদ্যায় স্নাতক হয়ে তিনি দেশে ফিরে শান্তিনিকেতনে গো-শালা স্থাপন করেন। বীরভূমের রুক্ষভূমিতে যথেষ্ট পশুখাদ্য উৎপাদন সম্ভব না হওয়ায় দুগ্ধ-ব্যবসায়ে ক্ষতিগ্ৰস্ত হন। তখন রবীন্দ্রনাথ তাকে ব্ৰহ্মচর্যাশ্রম বিদ্যালয়ে মাসিক ২০০ টাকা বৃত্তিতে শিক্ষক নিযুক্ত করেন। এই সামান্য বৃত্তিতেই তিনি মৃত্যুকাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছর বিদ্যালয়ের ও বিশ্বভারতীর সেবা করে গিয়েছেন। বিদ্যালয়ে শিক্ষালাভের সুযোগ-বঞ্চিত কয়েকটি অনাথ ও দুঃস্থ পরিবারের ছেলেদের নিয়ে রবীন্দ্রনাথ ১৯২৪ খ্রী. ‘শিক্ষাসত্র’ নামে নূতন এক ধরনের বিদ্যালয় স্থাপন করে তাঁর দায়িত্ব সন্তোষচন্দ্রের উপর দেন। আমৃত্যু তিনিই ছিলেন এই বিদ্যালয়ের পরিচালক। রবীন্দ্রনাট্যের একজন সুদক্ষ অভিনেতা ছিলেন। সাহিত্যেও যথেষ্ট অধিকার ছিল। ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত ‘গুরু’ ও ‘ডাকঘর নাটক দুটির আলোচনা এই প্রসঙ্গে উল্লেখ্য। বহু সাঁওতালী গান সংগ্ৰহ করে গদ্যে সেগুলির বাংলা অনুবাদ করেছিলেন। এই সংগ্রহের থেকে কুড়ি-পঁচিশটি গান বাংলা থেকে ইংরেজীতেও অনুবাদ করেন। ‘হজরত মহম্মদের জীবনী ও শিক্ষা’ তাঁর রচিত একখানি পাঠ্যপুস্তক।
পূর্ববর্তী:
« সন্তোষচন্দ্র গঙ্গোপাধ্যায়
« সন্তোষচন্দ্র গঙ্গোপাধ্যায়
পরবর্তী:
সন্তোষচন্দ্ৰ বেরা »
সন্তোষচন্দ্ৰ বেরা »
Leave a Reply