সন্তোষকুমার সেন, ডাঃ (১৯১০ — ১৯৭৯) দিল্লীতে জন্ম। ডাঃ জে. কে. সেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না শল্য চিকিৎসক এবং ভারতে ১৯৪৬ খ্রী. তিনিই প্ৰথম হৃৎপিণ্ডের শল্যচিকিৎসা করেন। লাহোর থেকে ডাক্তগরি পাশ করে ভিয়েনাতে পড়তে যান এবং ১৯৩৬ খ্ৰী. এম. ডি. ডিগ্ৰী লাভ করেন। বার্লিনে কিছুদিন প্রফেসর সুরব্রুখের কাছে কাজ করে ১৯৩৭ খ্রী. এডিনবাৰ্গ যান এবং ঐ বছরই এফ.আর.সি. এস হন। ১৯৩৮ খ্রী. দেশে ফিরে আরউইন (বর্তমান জে. পি. ) হাসপাতালে অবৈতনিক সার্জন হিসাবে কাজ শুরু করেন। পরে লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজের লেকচারার, আরউইন হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ও দিল্লীর অ্যাডিশনাল সিভিল সার্জন হিসাবে কর্মরত থাকেন। ১৯৪৭ খ্ৰী. ভি. পি. চেস্ট ইনস্টিটিউটে লেকচারারের পদে নিযুক্ত হয়ে আমৃত্যু তাঁর সঙ্গে যুক্ত থাকেন। সিলভার জুবিলী টিউবারকুলেসিস হসপিটালের অবৈতনিক সার্জন ছিলেন। ১৯৫৫ খ্ৰী. চাকরি ছেড়ে নিজে নার্সিং হোম স্থাপন করেন। দিল্লীর বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা-প্রতিষ্ঠানের সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন। পৃথিবীর বহু বৈজ্ঞানিক সংস্থার সঙ্গেও যোগাযোগ ছিল। তাঁর পঞ্চাশটির বেশী রচনা চিকিৎসা-জগতে আদৃত হয়েছে। ১৯৬২ খ্ৰী, ‘পদ্মভূষণ’ উপাধিতে সম্মানিত হন।
পূর্ববর্তী:
« সন্তোষকুমার মুখোপাধ্যায়
« সন্তোষকুমার মুখোপাধ্যায়
পরবর্তী:
সন্তোষচন্দ্র গঙ্গোপাধ্যায় »
সন্তোষচন্দ্র গঙ্গোপাধ্যায় »
Leave a Reply