সন্তোষকুমার মুখোপাধ্যায় (১৩০০ ব. — ?) কলিকাতা। পালিভাষাভিজ্ঞ, কবি, গল্পলেখক ও দার্শনিক। ১৩২২ ব. ‘বাঁশরী’ মাসিকপত্রের সম্পাদক ছিলেন। পরে শিশিরকুমার ঘোষ প্রতিষ্ঠিত ‘অমৃতবাজার পত্রিকা’র সম্পাদক হন। এছাড়াও ‘ইন্ডিয়ান মেডিক্যাল জার্নাল’ নামে ইংরেজী মাসিক ও বাংলা ‘পুষ্পপাত্ৰ’ (মাসিক) পত্রিকার পরিচালনভার গ্ৰহণ করেছিলেন।
পূর্ববর্তী:
« সন্তোষকুমার মিত্র
« সন্তোষকুমার মিত্র
পরবর্তী:
সন্তোষকুমার সেন, ডাঃ »
সন্তোষকুমার সেন, ডাঃ »
Leave a Reply