সন্তোষকুমার ঘোষ (৯-৯-১৯২০ — ২৬-২-১৯৮৫) রাজবাড়ী-ফরিদপুর। প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক। ১৯৪০ খ্ৰী. বি.এ. পাশ করেন। কবিতা দিয়ে তাঁর সাহিত্য রচনার শুরু। তাঁর প্রথম উপন্যাস ‘নানা রঙের দিন’ থেকেই তিনি নুতন এক রচনাশৈলী নিয়ে অবতীর্ণ হন। ‘কিনু গোয়ালার গলি’ তাঁর বিশেষ উল্লেখযোগ্য উপন্যাস। অপর গ্ৰন্থ : ‘জল দাও’, ‘সময় আমার সময়’ প্রভৃতি। তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস ‘শেষ নমস্কার-শ্ৰীচরণেষু মাকে’ ১৯৭৩ খ্রী. সাহিত্য একাডেমী পুরস্কার লাভ করে। কয়েক দশক ধরে তিনি নিজস্ব ভঙ্গীতে বহু ছোট গল্প লিখেছেন। রবীন্দ্রানুরাগী ছিলেন। তাঁর সাংবাদিক জীবনের শুরু ১৯৪২ খ্রী. ‘যুগান্তর’ পত্রিকার সাব. এডিটর হিসাবে। এরপর বাংলা ও ইংরেজী আরও কয়েকটি পত্রিকায় কাজ করেন। ১৯৫৮ খ্রী. আনন্দবাজার পত্রিকার বার্তা-সম্পাদক হিসাবে যোগ দিয়ে বাংলা সাংবাদিকতায় নূতনত্ব আনেন। পরবর্তীকালে তিনি এই পত্রিকার সংযুক্ত সম্পাদক হন। অনেক সাংবাদিকও তিনি গড়ে তুলেছিলেন।
পূর্ববর্তী:
« সন্তোষকুমার ঘোষ
« সন্তোষকুমার ঘোষ
পরবর্তী:
সন্তোষকুমার বসু »
সন্তোষকুমার বসু »
Leave a Reply