সনাতন গোস্বামী (১৪৮০/৮৮ — ১৫৫৮) ফতেয়াবাদ–ফরিদপুর। পিতা–কর্ণাটরাজ অনিরুদ্ধদেবের বংশধর কুমারদেব। কুমারদেবের পিতা জ্ঞাতিকলহে পৈতৃক নিবাস নবহট্ট (বর্তমান নৈহাটি) ত্যাগ করে ফরিদপুরের অন্তর্গত ফতেয়াবাদে এসে বাস করেন। এখানে সনাতন ও তার ভ্রাতা রূপ আর্যশাস্ত্রাদিতে ব্যুৎপন্ন হয়ে গৌড়রাজ হুসেন শাহের মন্ত্রী হন। হুসেন শাহ্ সংস্কৃতজ্ঞ সনাতনকে ‘সাকর-মল্লিক’, উপাধি দিয়েছিলেন। আরবী এবং ফারসী ভাষায়ও তার যথেষ্ট জ্ঞান ছিল। রাজকার্যেও সুদক্ষ ছিলেন। মহাপ্রভুর প্রভাবে তাঁর মনে বৈরাগ্য জাগে এবং তিনি সব বাধা অতিক্রম করে বৃন্দাবনে যান ও বৈষ্ণবধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। তিনি গৌরাঙ্গদেবের প্রধানতম পার্ষদ এবং বৃন্দাবনের ষড়গোস্বামীর অন্যতম ছিলেন। সনাতন ও রূপ গৌরাঙ্গদেরের দেওয়া নাম। তাদের পিতৃদত্ত নাম যথাক্রমে অমর ও সন্তোষ। মালদহের অন্তর্গত প্ৰাচীন রামকেলির ধবংসাবশেষে এখনও সনাতন ও রূপের বহু স্মৃতিচিহ্ন পরিলক্ষিত হয়। তিনি ব্রজধামের লুপ্ততীৰ্থ উদ্ধার এবং বৈষ্ণব শাস্ত্রগ্রন্থাদি রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য রচনা; ‘বৃহদভাগবতামৃত’, ‘হরিভক্তিবিলাস ও দিগদর্শনী টীকা’, ‘লীলাস্তব বা দশম চরিত’, বৈষ্ণবতোষণী বা দশমটিপ্পনী’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« সত্যেন্দ্ৰপ্ৰসন্ন সিংহ, লর্ড
« সত্যেন্দ্ৰপ্ৰসন্ন সিংহ, লর্ড
পরবর্তী:
সন্তদাস বাবাজী »
সন্তদাস বাবাজী »
Leave a Reply