সনৎ চট্টোপাধ্যায় (১৯১০? — ১১-৯-১৯৭০)। ছাত্রাবস্থা থেকেই বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯২৬ খ্রী. বিপিনবিহারী গাঙ্গুলী প্রমুখ নেতাদের সংস্পর্শে আসেন। পরবর্তী কালে সুভাষচন্দ্রের অনুগামী হিসাবে কাজ করেন। ১৯৩০ খ্রী. সুকিয়া স্ট্রীট ষড়যন্ত্র মামলা, ১৯৩০ খ্রী. ডালহৌসী বোমার মামলা, ১৯৩৩ খ্রী. গার্লিক হত্যা মামলা প্রভৃতিতে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন। শেষবার ১৯৩৯ খ্রী. বন্দী হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মুক্তি পান। এরপর ফরোয়ার্ড ব্লক দলে যোগ দেন। মৃত্যুকালে কংগ্রেস দলের সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« সন্মথ দত্ত, ডাঃ
« সন্মথ দত্ত, ডাঃ
পরবর্তী:
সনৎ দত্ত »
সনৎ দত্ত »
Leave a Reply