সত্যেন্দ্ৰপ্ৰসন্ন সিংহ, লর্ড (২৪-৩-১৮৬৩ — ৪-৩-১৯২৮) রায়পুর-বীরভূম। সিতিকণ্ঠ। জমিদার বংশে জন্ম। ১৮৭৭ খ্রী. বীরভূম জেলা স্কুল থেকে এন্ট্রান্স ও ১৮৭৯ খ্রী. কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে এফ.এ. পাশ করেন। ১৮৮১ খ্রী. বিলাত যান ও Lincoln’s Inn নামক আইন বিদ্যালয়ে প্রবেশ করেন। এখানে তিনি অনেকগুলি পুরস্কার ও বৃত্তি পান। ১৮৮৬ খ্রী. ব্যারিস্টার হয়ে দেশে ফেরেন। এই বছরই তিনি কলিকাতা হাইকোর্টে ব্যারিস্টারি এবং সিটি কলেজে আইন-শ্রেণীতে অধ্যাপনা শুরু করেন। ১৮৯৪ খ্রী. একজন ইউরোপীয়ের সঙ্গে অত্যন্ত দক্ষতায় মামলা পরিচালনা করে জানুয়ারী ১৯০৪ খ্রী. সরকারের স্ট্যান্ডিং কাউন্সেল নিযুক্ত হন। ১৯০৬ খ্রী. অস্থায়ী অ্যাডভোকেট জেনারেল হয়ে ১৯০৮ খ্রী. ঐ পদে স্থায়ী হন। ভারতবাসীদের মধ্যে প্রথম বড়লাটের Executive Council-এর ব্যবস্থা-সচিবের পদ পান। একবছর পর এই পদ ত্যাগ করে পুনরায় হাইকোর্টে ব্যারিস্টারি শুরু করেন। ১৯১৬ খ্রী. পুনর্বার অ্যাডভোকেট জেনারেল হন। ১৯১৪ – ১৮ খ্রী. বিশ্বযুদ্ধের সময় War Conference-এর সদস্য নির্বাচিত হয়ে বিলাত যান। স্বদেশে ফিরে সরকারের শাসন পরিষদের অন্যতম সদস্যরূপে কাজ করেন। বিশ্বযুদ্ধ শেষে Peace Conference-এ ভারতের প্রতিনিধি হিসাবে ইউরোপে যান। এইসময় ‘লর্ড’ উপাধি-ভূষিত হয়ে সহকারী ভারতসচিবরূপে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন। ভারতবাসীদের মধ্যে তিনিই প্রথম এবং একমাত্র উক্ত গৌরবের অধিকারী। ১৯২০ খ্রী. বিহার ও ওড়িশার প্রথম ভারতীয় গভর্নর হন। ১.১.১৯১৫ খ্রী. ‘নাইট’ উপাধি পান। ডিসেম্বর ১৯১৫ খ্রী. তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন। ১৯২৫ – ২৬ খ্রী. তিনি ‘বেঙ্গলী’ পত্রিকার সম্পাদক মণ্ডলীর অন্যতম ছিলেন।
পূর্ববর্তী:
« সত্যেন্দ্ৰনাথ সেন
« সত্যেন্দ্ৰনাথ সেন
পরবর্তী:
সনাতন গোস্বামী »
সনাতন গোস্বামী »
Leave a Reply