সত্যেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় (১৩-১২-১৮৯৬ — ৩০-১২-১৯৭৭) চুয়ানসিনা-বাঁকুড়া। পিতা রাজেন্দ্ৰনাথ শান্তিনিকেতনে ব্ৰহ্মচর্যাশ্রমের দীর্ঘকাল কোষাধ্যক্ষ ছিলেন। বাল্যশিক্ষা ব্ৰহ্মচর্যাশ্রমে। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনের জন্য এম.এ. পড়া ব্যাহত হয়। পরে শান্তিনিকেতনের কলাভবনে ভর্তি হয়ে নন্দলাল বসু ও অসিত হালদারের কাছে চিত্রবিদ্যা শিক্ষা করেন। ছাত্রাবস্থাতেই ভাল ছবি আঁকতেন। ভারতীয় পৌরাণিক গল্প, সামাজিক ও দৈনন্দিন জীবনের ঘটনাবলী তাঁর চিত্রের বিষয়বস্তু ছিল। কৃতিত্বের সঙ্গে শিক্ষা শেষ করে ১৯২৭ খ্রী. বৃন্দাবন প্ৰেমমহাবিদ্যালয়ে শিল্পী হিসাবে যোগ দেন। এক বছর বাদে করাচীর দয়াশ্রমে ও পরে গোরখপুরে গীতা প্রেসে দুবছর কাজ করেন। ১৯৩২ খ্রী. কলিকাতার সরকারী চারুকলা বিদ্যালয়ে ইন্ডিয়ান পেইন্টিং বিভাগে শিল্পী-শিক্ষকরূপে নিযুক্ত হয়ে ১৯৫২ খ্রী. অবসর গ্রহণ করেন। তাঁর শিল্পকর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল স্নিগ্ধতা ও রমণীয়তা।
পূর্ববর্তী:
« সত্যেন্দ্ৰনাথ ঠাকুর
« সত্যেন্দ্ৰনাথ ঠাকুর
পরবর্তী:
সত্যেন্দ্ৰনাথ বসু »
সত্যেন্দ্ৰনাথ বসু »
Leave a Reply