সত্যেন্দ্রনাথ দত্ত (১১-২-১৮৮২ — ২৫-৬-১৯২২) চুপী—বর্ধমান। রজনীনাথ। সাহিত্যিক অক্ষয়কুমার দত্তের পৌত্র। রবীন্দ্র যুগের খ্যাতনামা ছন্দোরাজ কবি। ১৮৯৯ খ্রী. সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা ও ১৯০১ খ্রী. জেনারেল অ্যাসেমব্লীজ ইনস্টিটিউশন থেকে এফ.এ. পাশ করে বি.এ. পর্যন্ত পড়ে মাতুলের আগ্রহে কিছুদিন ব্যবসায় করেন। পরে ব্যবসায় ছেড়ে সাহিত্যসেবায় ব্ৰতী হন। তিনি রবীন্দ্রনাথের শিষ্য হয়েও তাঁর শ্রদ্ধা অর্জন করেছিলেন। নানাবিধ ছন্দ-রচনায় ও ছন্দ-উদ্ভাবনে অপ্ৰতিদ্বন্দ্বী ছিলেন। বাঙলাদেশের নিজস্ব বাগধারা ও এই ভাষার ধ্বনি নিয়ে নূতন ছন্দবিজ্ঞান সৃষ্টি তাঁর কবি-প্রতিভার মৌলিক কীর্তি। স্বদেশের প্রতি অসীম প্রীতি তাঁর বহু কবিতায় পরিস্ফুট। অপর দিকে তিনি বিদেশী ভাষার কবিতা অনুবাদে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। সমসাময়িক মানুষ এবং ঘটনা সম্বন্ধেও বহু কবিতা রচনা করেছেন। রচিত উল্লেখযোগ্য রচনা : কাব্যগ্রন্থ– ‘সবিতা’, ‘বেণু ও বীণা’, ‘তীৰ্থরেণু’, ‘কুহু ও কেকা’, ‘তুলির লিখন’, ‘হসন্তিকা’; উপন্যাস — ‘জন্মদুঃখী’, ‘বারোয়ারি’; অনুবাদ-নাট্যসংগ্ৰহ-’রঙ্গমল্লী’; অনুবাদ-নিবন্ধ ‘চীনের ধূপ’। মৃত্যুর পরে প্রকাশিত গ্ৰন্থ: ‘বেলা শেষের গান’, ‘বিদায় আরতি’, ‘ধূপের ধোঁয়ায়’; কাব্যসংগ্ৰহ- ‘শিশু কবিতা’, ‘কাব্য-সঞ্চয়ন’ প্রভৃতি। এছাড়াও তাঁর বহু রচনা বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে আছে।
পূর্ববর্তী:
« সত্যেন্দ্রনাথ দত্ত
« সত্যেন্দ্রনাথ দত্ত
পরবর্তী:
সত্যেন্দ্রনাথ রায় »
সত্যেন্দ্রনাথ রায় »
Leave a Reply