সত্যেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (২৭-৮-১৯১০ — ১২-১০-১৯৮৪) তালতলা–কলিকাতা। যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে সরকারী অফিসে কাজ করলেও ছোটবেলা থেকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ ছিলেন। তরুণ সমাজে শরীরচর্চার ব্যাপারে তাঁর যথেষ্ট অবদান আছে। তাঁর লেখা ‘বাংলায় যুযুৎসু শিক্ষা’ বইখানি ১৯৩৬ খ্ৰী. প্রকাশিত হয়। তাঁর প্রতিষ্ঠিত ‘বয়েজ ক্যাম্প অব ফিজিক্যাল কালচার’ সংস্থার সঙ্গে বিখ্যাত মুষ্ঠিযোদ্ধা বলাইচন্দ্র চট্টোপাধ্যায় ও রবিন সরকারের ঘনিষ্ঠ সংযোগ ছিল। বিপিনবিহারী গাঙ্গুলী প্রমুখ বিপ্লবীদের স্নেহধন্য ছিলেন। ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। অকৃতদার। অন্যান্য গ্ৰন্থ: ‘বিপ্লবী মহানায়ক বিপিন গাঙ্গুলী’, ‘মলঙ্গার হাবু ও রডা কোম্পানীর অস্ত্র লুঠ’, ‘বাংলায় বিপ্লব-প্রচেষ্টার বিস্মৃত অধ্যায়’ (১ম) প্রভৃতি।
পূর্ববর্তী:
« সত্যেন সেন
« সত্যেন সেন
পরবর্তী:
সত্যেন্দ্রনাথ দত্ত »
সত্যেন্দ্রনাথ দত্ত »
Leave a Reply