সত্যানন্দ রায় (১৪-১১-১৮৯০ — ১০-১০-১৯৩৯) পাথুরিয়াঘাটা–কলিকাতা। ললিতমোহন। শিক্ষা শুরু ক্ষুদিরাম বসুর মডেল সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে; পরে জাতীয় বিদ্যালয়ে। রাজনৈতিক আন্দোলনে পড়া বিঘ্নিত হলে টাইপ রাইটিং শিখে ১৯০৯ খ্ৰী. টাইপিস্ট-এর কাজ নেন এবং কেশবচন্দ্র সেনের সংস্পর্শে এসে ব্ৰহ্মমন্দিরের বিভিন্ন প্রতিষ্ঠানের সেবামূলক কাজে মনোনিবেশ করেন। ১৯১৬ খ্রী. ভাই প্রমথলালের ব্যবস্থায় বৃত্তি নিয়ে আমেরিকায় থিয়োলজি পড়তে যান। সেখানে উচ্চ ডিগ্ৰী লাভ করেন এবং ‘ধর্মবিজ্ঞান’ বিষয়ে তাঁর পাণ্ডিত্য প্ৰশংসিত হয়। বয়স্ক শিক্ষায় উচ্চশিক্ষার জন্য পুনরায় বিদেশ যান। ১৯২৬ খ্ৰী. দেশে ফিরে দেশবন্ধু চিত্তরঞ্জনের উদ্যোগে প্রতিষ্ঠিত কর্পোরেশন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। ঐ সঙ্গে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব ও শিক্ষা বিষয়ের লেকচারার ও পরীক্ষক ছিলেন। তাঁর রচিত গ্রন্থ ‘When I was a boy’ ১৯২৩ খ্রী. আমেরিকায় প্রকাশিত হয়। কর্মরত অবস্থায় কর্পোরেশন অফিসে মৃত্যু।
পূর্ববর্তী:
« সত্যানন্দ ভট্টাচাৰ্য
« সত্যানন্দ ভট্টাচাৰ্য
পরবর্তী:
সত্যেন সেন »
সত্যেন সেন »
Leave a Reply