সত্যানন্দ ভট্টাচাৰ্য (? — ২২-১-১৯৭৩)। ছাত্রাবস্থায় ১৯৪২ খ্রী. আগস্ট আন্দোলনে যোগ দেন। বিদ্যাসাগর কলেজ থেকে বি.এ. পাশ করে কিছুদিন শিক্ষকতা করেন। পরে সাংবাদিক ও রাজনীতিক হিসাবে খ্যাত হন। ফরোয়ার্ড ব্লকের সঙ্গে সংশ্লিষ্ট থেকে তাঁর রাজনৈতিক জীবনের শুরু। ক্রমে তিনি এম. এন. রায় প্রতিষ্ঠিত র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, মজদুর প্রজা পার্টি এবং পিএসপি, পার্টিতে যোগ দেন। ১৯৫২ খ্রী. থেকে তিনি কলিকাতা কর্পোরেশনের কাউন্সিলার ছিলেন। নকশাল আন্দোলনের সমর্থক হয়ে ১৯৬৭ খ্ৰী. সেই পদে ইস্তফা দেন। তিনি ‘কো-অর্ডিনেশন কমিটি অফ রিভলিউশনারি কমিউনিস্ট’ এর অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৬৯ খ্ৰী. চারু মজুমদার পরিচালিত CPI(ML) দলের সভ্য হন। পরে মতবিরোধ হওয়ায় ঐ দলের সঙ্গে সম্পর্ক ছেদ করেন। বহু পত্র-পত্রিকায় তিনি প্ৰবন্ধ লিখেছেন। মৃত্যুকালে বসুমতী পত্রিকার সাব-এডিটর ছিলেন। লোকসেবক পত্রিকার প্রাক্তন এডিটর ও ট্রেড ইউনিয়ন নেতা পঞ্চানন ভট্টাচার্য তাঁর অগ্রজ।
পূর্ববর্তী:
« সত্যানন্দ পুরী, স্বামী
« সত্যানন্দ পুরী, স্বামী
পরবর্তী:
সত্যানন্দ রায় »
সত্যানন্দ রায় »
Leave a Reply