সত্যানন্দ পুরী, স্বামী (১৯০২ — ১১-৩-১৯৪২) ফরিদপুর। পূর্বনাম—প্ৰফুল্ল সেন। বাল্যকালে ফরিদপুরের অনুশীলন সমিতিতে যোগ দেন। পরে বেলুড় রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হন। কাশীর গোধূলিয়ায় ‘কল্যাণ আশ্রম’ নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। কাশী থেকে তিনি রাঁচি যান। ‘বৃহত্তর ভারত সমিতি’র প্রচারকার্যে ব্যাঙ্কক গিয়ে তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক নিযুক্ত হন এবং এখানে ‘ডক্টরেট’ উপাধি পান। পরবর্তী জীবনে বিপ্লবী রাসবিহারী বসুর সঙ্গে যোগ দিয়ে ‘ইণ্ডিয়ান ন্যাশনাল আর্মি’ গঠনে সাহায্য করেন। সেবাকর্মের জন্য শ্যামদেশে সম্মানিত ছিলেন এবং শ্যামের রাজা তাঁকে শ্রদ্ধা ও ভক্তি করতেন। রাসবিহারী বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সায়গনে এসে তাঁর সঙ্গে বাস করেছিলেন। সর্দার প্রীতম সিং ও তিনি বিমানযোগে জাপানে এক সভায় যোগ দিতে যাবার পথে প্লেন দুর্ঘটনায় মারা যান।
পূর্ববর্তী:
« সত্যানন্দ পরিব্রাজক
« সত্যানন্দ পরিব্রাজক
পরবর্তী:
সত্যানন্দ ভট্টাচাৰ্য »
সত্যানন্দ ভট্টাচাৰ্য »
Leave a Reply