সত্যানন্দ পরিব্রাজক (? — ২৭-১-১৯৭০) বলরামপুর-যশোহর। পূর্বনাম-ভবভূষণ মিত্র। বিখ্যাত আলীপুর বোমার মামলায় তিনি শ্ৰীঅরবিন্দ, বারীন ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখদের সঙ্গে অভিযুক্ত হয়ে কিছুকাল আত্মগোপন করেন। পরে বোম্বাই বন্দরে গ্রেপ্তার হন। একটি অতিরিক্ত মামলার বিচারে তাঁকে দ্বীপান্তর দণ্ড দেওয়া হয়। পরবর্তী জীবনে মূলত সন্ন্যাসীর জীবনযাপন করলেও কোন বিশেষ দলের সঙ্গে যুক্ত না থেকে তিনি স্বাধীনতা আন্দোলনের প্রতিটি অধ্যায়েই প্রেরণা জুগিয়েছেন।
পূর্ববর্তী:
« সত্যানন্দ গিরি, স্বামী
« সত্যানন্দ গিরি, স্বামী
পরবর্তী:
সত্যানন্দ পুরী, স্বামী »
সত্যানন্দ পুরী, স্বামী »
Leave a Reply