সত্যসুন্দর দেব (১৮৮০? — ১৩-১২-১৯৭১) কর্ণপুর-চব্বিশ পরগনা। পিতা ত্ৰৈলোক্যনাথ ছিলেন ভারতবর্ষের কাঠখোদাই ব্লকের একজন প্রাচীনতম শিল্পী। সত্যসুন্দর ভারতীয় পার্সিলিন শিল্পের পথিকৃৎ। ১৯০৩ খ্রী. মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে ব্ৰাহ্মধর্মে দীক্ষিত হয়ে তিনি টোকিও শিল্প বিদ্যালয় ও কিয়োটো সেরামিক গবেষণাগারে শিক্ষালাভের জন্য জাপানে যান। জাপানে। তিনি প্ৰথম ভারতীয় ছাত্রদলের অন্যতম। বর্তমান ভারতবর্ষে, বিশেষ করে বাঙলাদেশে যে কটি উল্লেখযোগ্য পটারি আছে তাঁর অনেকগুলিই তাঁর স্পর্শধন্য। তিনি ‘বেঙ্গল পটারিজ লি’-এর প্রতিষ্ঠাতা। ১৯০৬ খ্রী. তিনি মহারাজ মণীন্দ্ৰচন্দ্ৰ নদীর উদ্যোগে স্থাপিত ভারতের প্রথম পটারি ‘ক্যালকাটা পটারি ওয়ার্কস’-এর বিশেষজ্ঞ ও জেনারেল ম্যানেজারের পদে নিযুক্ত ছিলেন। ১৯০৬–৬৬ খ্রী. পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে পটারি স্থাপনে এবং তত্ত্বাবধানে তাঁর অবদান উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« সত্যরঞ্জন বকসি
« সত্যরঞ্জন বকসি
পরবর্তী:
সত্যানন্দ গিরি, স্বামী »
সত্যানন্দ গিরি, স্বামী »
Leave a Reply