সত্যপ্রিয় রায় (১-৩-১৯০৭ — ১১-২-১৯৭৮) টাঙ্গাইল-ময়মনসিংহ। পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী ভাষা ও সাহিত্যের কৃতী ছাত্র। দীর্ঘকাল কলিকাতার কালীধন ইনস্টিটিউটের প্রধানশিক্ষক ছিলেন। ১৯৫০ খ্রী. শিক্ষকদের সম্মানজনক বেতনহার নির্দিষ্ট করার আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেন। অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনেও তাঁর বিশেষ ভূমিকা ছিল। ১৯৫৪ খ্রী. নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সম্পাদক ও ১৯৬৪ – ৭৭ খ্রী. তাঁর সভাপতি ছিলেন। এক সময় অল ইণ্ডিয়া ফেডারেশন অব এড়ুকেশন অ্যাসোসিয়েশনের সম্পাদকের দায়িত্বভার পালন করেছেন। ১৯৫৪ খ্রী. পশ্চিমবঙ্গ ব্যবস্থা পরিষদের শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন ও ঐ পরিষদ ১৯৬৯ খ্রী. বাতিল হওয়ার সময় পর্যন্ত তার সদস্য থাকেন। ১৯৬৭ খ্রী. প্রথম যুক্তফ্রন্ট সরকার গঠনের আগে টালিগঞ্জ থেকে এম.এ.ল-এ নির্বাচিত হন এবং দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের আমলে শিক্ষামন্ত্রী হন। ১৯৭৭ খ্রী. থেকে মৃত্যুকাল অরধি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসকরূপে কর্মরত ছিলেন।
পূর্ববর্তী:
« সত্যজিৎ রায়
« সত্যজিৎ রায়
পরবর্তী:
সত্যব্রত সামশ্রমী »
সত্যব্রত সামশ্রমী »
Leave a Reply