সত্যচরণ সেন (? — ১৯৩২?) হরিপুর-নদীয়া। তিনি আয়ুৰ্বেদীয় চিকিৎসাক্ষেত্রে এবং বঙ্গীয় সাহিত্যমহলে সমান পরিচিত ছিলেন। কবিরাজ যামিনীভূষণ রায়ের অনুরোধে তিনি অষ্টাঙ্গ আয়ুৰ্বেদ বিদ্যালয় স্থাপন ও পরিচালনায় প্রভূত সহায়তা করেছেন। পরে শ্যামাদাস বাচস্পতির বৈদ্যশাস্ত্ৰপীঠের সুপারিন্টেন্ডেন্টরূপে কাজ করে ঐ প্রতিষ্ঠানের যথেষ্ট উন্নতিসাধন করেন। শান্তিপুর, রানাঘাট ও কলিকাতায় চিকিৎসা ব্যবসায় করতেন। তিনি কয়েকটি আয়ুৰ্বেদীয় চিকিৎসা-গ্ৰন্থ, নাটক ও শিশুপাঠ্য গ্ৰন্থ রচনা করেছিলেন।
পূর্ববর্তী:
« সত্যচরণ শাস্ত্রী
« সত্যচরণ শাস্ত্রী
পরবর্তী:
সত্যজিৎ রায় »
সত্যজিৎ রায় »
Leave a Reply